Cvoice24.com

কর্ণফুলী প্রেসক্লাবের সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৯ নভেম্বর ২০২৪
কর্ণফুলী প্রেসক্লাবের সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দক্ষিণ জেলা ছাত্রদল। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফকিনীরহাট এলাকার এক রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দপ্তরের বিশেষ দায়িতপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, রিফাত আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সানাউল্লাহ্ মির্জা। 

বক্তব্য রাখেন কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, সহ সভাপতি মো. শফিউল আজমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় জেলা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশ গড়ার কাজে ছাত্রদের কোন বিকল্প নেই, যেখানে অন্যায়-অবিচার সেখানেই রুখে দাঁড়াবে ছাত্রদল। 

সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনমত প্রকাশের ক্ষেত্রে বিদায়ী স্বৈরাচারী শাসক গোষ্ঠির মত আগামীতে কণ্ঠরোধে সংবাদপত্র ও সংবাদকর্মীদের ওপর কোন হস্তক্ষেপ হবে না বলে বিশ্বাস করি। সাংবাদিকরা প্রতিহিংসা পরায়ন না হয়ে নির্দ্বিধায় দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা রাখি। 

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রেখে ছাত্রদের জাতির কল্যাণে কাজ করতে হবে। ছাত্ররা জাতির আগামী দিনের দিক নির্দেশক। তাই তাদেরকে সততা ও নৈতিকতার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আগামী প্রজম্মের দিকপাল হিসেবে কাজ করতে হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: