Cvoice24.com

রাজনৈতিক প্রতিহিংসা
যুবলীগ নেতার মুরগির খামারে দুর্বৃত্তের আগুন

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২৯ নভেম্বর ২০২৪
যুবলীগ নেতার মুরগির খামারে দুর্বৃত্তের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি মুরগির খামারে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আগুনে খামারে থাকা চার সহস্রাধিক মুরগি পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, খামার মালিক লোকমান চৌধুরী ফেনী জেলার বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছোট ভাই ওসমান চৌধুরী উপজেলা যুবলীগের সহ সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক। 

লোকমান চৌধুরী বলেন, ‘আমি একজন কলেজশিক্ষক। অথচ রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আমার খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার খামারের সব মুরগি পুড়ে গেছে। পুরো খামার ছাই হয়ে গেছে। খামারে চার হাজার মুরগি ছিল।’

সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান চৌধুরী বলেন, ‘আমি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করি। আওয়ামী লীগের আমলে কাউকে নির্যাতন করিনি। কিন্তু সরকার পতনের পর থেকে তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। গভীর রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, গোলাগুলিও করেছে। সেখানে থাকা চার হাজার মুরগি এবং মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক।’

তবে কাদের বিরুদ্ধে অভিযোগ কিংবা কাউকে সন্দেহ করছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলতে রাজি হননি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজশিক্ষক লোকমান চৌধুরীর ভাই আওয়ামী লীগের রাজনীতি করাতেই তার ওপর ক্ষোভ ছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। আর সেই ক্ষোভ মেটাতেই তার খামারে আগুন দেওয়া হয়েছে। 

জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান সিভয়েস২৪’কে বলেন, ‘রাত ২ থেকে ৩টার দিকে ওই খামারটিতে আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি আমরা। পেলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: