ভোররাতে ৪ বসতঘর পুড়ে ছাই আনোয়ারায়
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে ৪ বসতঘর পুড়ে গেছে। রবিবার (১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন— মো. ইলিয়াছ, জেবল হোসেন, মো. করিম ও আক্তার হোসেন।
স্থানীয়রা জানান, ভোর রাতে ইলিয়াছের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ৪ জনের ঘর পুড়ে যায়। আগুনে এসব পরিবারের ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, ‘আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ঘরগুলো পুড়ে যায়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।’