চিকদাইরে আগুনে পুড়ল ৭ দোকান
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আগুনে মো. আব্বাস আলী খাঁন ও মো. আক্কেল আলীর মুদির দোকান, মো. ফারুক ও মো. শহর আলী চায়ের দোকান, মো. সাবের আলীর মেশিনারি ও মেক্যানিক্যাল দোকান, ডা. সাধন দাশের ওষধের ও টিংকু দে-র সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘ভয়াবহ আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ২০-২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেভায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে’— যোগ করেন তিনি।