সাতকানিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সভা
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলতল এলাকার এক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ একটি রাষ্ট্র সুন্দর ও সুচারুরূপে পরিচালনার রূপরেখা। দেশের মানুষ বৃহৎ দল হিসেবে বিএনপির নিকট এটা প্রত্যাশা করে, এ দলটি দেশ-জাতির জন্য ভালো কিছু করবে, অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের মত খুন, গুম, কথা বলার স্বাধীনতা হরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে সাধারণ জনগণ তা ভালো চোখে দেখবে না। তাই দলীয় নেতা-কর্মীদের আরও সাংগঠনিক হয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।’
সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূর সিকদার ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব মিয়া, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন আবদুল্লাহ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. এরশাদুর রহমান রিটু, মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, সাবেক কাউন্সিলর আবু তাহের বিএসসি, এড.দেলোয়ার হোসেন, অধ্যাপক রমজান আলী, এড. হাফিজুল ইসলাম মানিক, মিজানুর রহমান, নুরুল আবছার সওদাগর, মাহমুদুর রহমান মান্না, মো. আবছার, হাসান আলী, সাজেদুল আলম মিঠু , বিএনপি নেতা ইলিয়াছ বাবুল, ফেরদৌস সিকদার, মো. ইব্রাহিম মেম্বার, কাঞ্চনা বিএনপির সহ-সভাপতি জাফর আহমদ মেম্বার, মো. নুরুন্নবী মেম্বার, মোহাম্মদ আলী , মোহাম্মদ আরিফ, ফারুক মিয়া, সাহাদাত হোসেন, নুরু মেম্বার, আবু সালেহ, আবদুল গফুর, আবদুল মাবুদ সওদাগর, নুর হোসেন সওদাগর, যুব নেতা জোনাইদুল হক চৌধুরী মকসুদ, হাবিবুর রহমান, ওমর আমিন, আমিনুল ইসলাম, মো. এরশাদ, নাজিম উদ্দীন, আনসারুল আমিন, শাহাদাত হোসেন ও শহীদুল আলম প্রমুখ।