হাটহাজারীতে পুকুর ভরাট করে বহুতল ভবন, লাখ টাকা অর্থদণ্ড
হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহার শারমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন। তিনি জানান, পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পেয়ে মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, (সংশোধিত ২০১০) এর ৬ (ঙ) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলার শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন।