ছনুয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে বক্তারা
‘বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবো’
বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন শনিবার (১১ জানুয়ারি) রাতে হোসাইনীয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান আলোচক দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বাঁশখালী উপদেষ্টা মাস্টার আব্দুর রহিম ছানুবী, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, মুহাম্মদ ইমরানুল হক রাশেদ।
আলোচক ছিলেন দক্ষিণ জেলার অর্থ সম্পাদক আ.ন.ম মহিউদ্দিন, বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন, এডভোকেট ফরিদুল আলম, আব্দুল মোনায়েম তালুকদার, ফৌজুল আজিম, প্রচার সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম সোহাগ, মুহাম্মদ রেহাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন অধিকার আদায়ে কাজ করে। নিজেদের জীবন দিয়ে হলেও আমরা শ্রমিক ভাইদের অধিকার আদায় করার চেষ্টা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সকল অঙ্গ সংগঠনের মিলে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর