Cvoice24.com

বাঁশখালীতে পলাতক আসামিসহ গ্রেপ্তার ২, ইয়াবা জব্দ

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:০২, ১২ জানুয়ারি ২০২৫
বাঁশখালীতে পলাতক আসামিসহ গ্রেপ্তার ২, ইয়াবা জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে ১৫০০ ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৯ টার পরে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।   

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউপির ৯ নং ওয়ার্ডের মধ্যম হীলা কম্বনিয়া পাড়ার হাসান মেম্বার বাড়ির রহমত উল্লাহর ছেলে মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) এবং বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতী অলিশাহ মাজার এলাকায় মৃত কালা আমিনের ছেলে মো. রমিজ। 

পুলিশ জানায়, বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরমুখি গাড়িতে করে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুটখালী ব্রিজের দক্ষিণে পাশে চেক পোস্ট বসানো হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে টেকনাফ হোয়াইক্যং ইউপির রহমত উল্লাহর ছেলে মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়াকে এক হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। 

এর আগে সকাল ৯টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথরিয়া ইউপির চুনতী অলিশাহ মাজার সামনে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওই এলাকার মৃত কালা আমিনের ছেলে মো. রমিজকে গ্রেপ্তার করা হয়। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।