বরকলে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বরকল ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা বরকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাত হোসেন।
ইউনিয়ন সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জামায়াত নেতা আব্দুল মান্নান, মাস্টার মাহফুজুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল্লুর রহিম, রেজাউল হুদা, এডভোকেট করুক উদ্দিন, জসিম উদ্দিন, সাইফুল্লাহ, মামুন উদ্দিন, শহিদ, নাঈম, শ্রমিক নেতা তৌকির আহমেদ, আকরাম উদ্দিন, ছাত্রনেতা মাহমুদুল হাসান তোহা, সায়েম, হাফেজ হামেদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৫০ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর