Cvoice24.com

গন্ডামারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন 

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০৪, ১৮ জানুয়ারি ২০২৫
গন্ডামারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মাওলানা মোস্তফা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ (সাবেক ইউপি চেয়ারম্যান), শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোছাইন সিকদার, গন্ডামারা জামায়াতের আমীর আলী হোসেন, সেক্রেটারি মো. হুমায়ুন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ বেলাল, ওয়ার্ড জামাতের সভাপতি মো. আয়াত উল্লাহ প্রমুখ। 

সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র জামায়াতে ইসলামী পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে।

সম্মেলনে এইস এম ওসমান গনিকে সভাপতি এবং মো. আবদুল করিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।