Cvoice24.com

শ্রমিক কল্যাণ ফেডারেশন পুইছুড়ির নতুন নেতৃত্বে আহাদ ও ওসমান গনি

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০০, ২০ জানুয়ারি ২০২৫
শ্রমিক কল্যাণ ফেডারেশন পুইছুড়ির নতুন নেতৃত্বে আহাদ ও ওসমান গনি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন রবিবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার পুইছুড়ির এক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। 

পুইছুড়ির সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নোমান বিন তাহের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোছাইন সিকদার। 

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলাইমান, পুইছুড়ি ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক শরফুল আমিন চৌধুরী, উপজেলা সভাপতি মাওলানা জোবায়ের আহমেদ, উপদেষ্টা মাওলানা জাকের আহমদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুন নুর, সহ- সাধারণ সম্পাদক কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। 

সম্মেলনে মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদকে সভাপতি ও ওসমান গনি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।