Cvoice24.com

চান্দগাঁওয়ে গ্রেপ্তার দুজন ছিনতাইকারী নাকি ছাত্রলীগকর্মী!

সিভয়েস২৪ প্রতিবেদক
২১:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫
চান্দগাঁওয়ে গ্রেপ্তার দুজন ছিনতাইকারী নাকি ছাত্রলীগকর্মী!

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চালানো পৃথক অভিযানে আটকদের মধ্যে ছিনতাই চক্র ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যসহ যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন বলে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে দুজনকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক অভিযানে ছাত্রলীগকর্মী হিসেবে, পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে আরেকটি অভিযানে ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
তারা হলেন— মো. আরিফ (২০) এবং মো. সুমন (৩০)। এর মধ্যে আরিফ চান্দগাঁওয়ের জানে আলী রেল স্টেশন এলাকার কোলাপাড়া লম্বা কলোনির মো. আনোয়ারের ছেলে। আর সুমন একই এলাকার সৈয়দ মুখির বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত, ১টা ৫৫ মিনিটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন রাত ৭টা ২০ মিনিটে নগরের চান্দগাঁও থানার পৃথক অভিযানে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. ফয়সাল, মোস্তাফিজুর রহমান ও সুমন মিয়া এবং সহকারী উপ-পরিদর্শক জালাল উদ্দিনের সঙ্গীয় ফোর্স আরিফ, সুমনসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ-আওয়ামী লীগের চারজনকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে আরেকটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে আরো একটি অভিযান চালানো হয়। এ অভিযানেও গ্রেপ্তার দেখানো হয় আরিফ ও সুমনসহ ৪ জনকে। যেখানে তাদের ছিনতাইকারী বলে উল্লেখ করে পুলিশ। এ অভিযানে ওসির সঙ্গে অংশ নেন থানার উপ-পরিদর্শক মো. বশির গাজী সঙ্গীয়, রাশেদুল ইসলাম, ইমরান ফয়সাল এবং সহকারী উপ-পরিদর্শক জালাল উদ্দিন।

বিষয়টি জানতে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মোহাম্মদ তানভীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিভয়েস২৪’কে বলেন, ‘এরা ছাত্রলীগ এবং ছিনতাইকারী। আমি যতটুকু শুনেছি তারা ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে। পাশাপাশি তারা ছাত্রলীগের সদস্য ছিল।’

পৃথক অভিযানে পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি জানতে চাইলে ‘ছুটিতে আছেন’ জানিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন ওসি (তদন্ত) মোহাম্মদ তানভীর।

পরে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনেক একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে, ২ ফেব্রুয়ারি সাইদ ইমতিয়াজ সানি এবং আহমদ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সেখানেও আহমদ আলীর বয়স ৫৪ বছর দেখানো হয়। তবে সানির সঙ্গে তাকেও ছাত্রলীগের কর্মী বলে জানায় চান্দগাঁও থানা পুলিশ।

পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে জানানো হলে তাৎক্ষণিক তিনি সংশোধন করে ছাত্রলীগ নয় যুবলীগের কর্মী বলে জানান।