পটিয়ায় ঘর পোড়াল মদ্যপ, আগুনে নিঃস্ব ২৫ পরিবার

পটিয়া প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১২:২৩, ২৫ মার্চ ২০২৪
পটিয়ায় ঘর পোড়াল মদ্যপ, আগুনে নিঃস্ব ২৫ পরিবার

মদ্যপ অবস্থায় প্রায়ই এলাকার গৃহবধূ ও যুবতীদের কুপ্রস্তাব দিতেন দেবরাজ। প্রস্তাবে রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বসত ঘরে হামলা করে কয়েক দফা আগুন ধরিয়ে দিয়েছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে একই বাড়ির ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ লোকজন এই দেবরাজকে দায়ী করেন।

সবশেষ গত শনিবার ভোররাত ৩টায় একই ধরনের অগ্নিসংযোগে ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি ঘটে পটিয়ার শোভনদন্ডী ইউনিয়ন এলাকায়। এতে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। অভিযুক্ত দেবরাজকে ধরে পুলিশে দেন ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসীরা। তারা দাবি করেছেন— কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন দেবরাজ নামের ওই ব্যক্তি।

গ্রেপ্তারকৃত দেবরাজ চৌধুরী একই এলাকার মৃত নারায়ন চৌধুরীর ছেলে।

আগুন ক্ষতিগ্রস্তরা হলেন সুকুমার চৌধুরী,  স্বপন চৌধুরী, জিতেন চৌধুরী, বিধান চৌধুরী, দীপক চৌধুরী,নিপদ চৌধুরী,কেশব চৌধুরী, মিলন চৌধুরী, পিলন চৌধুরী, রুবেল চৌধুরী,সুলাল চৌধুরী,সুদ্বীপ চৗধুরী, মিঠু চৌধুরী,টিটু চৌধুরী, নিখিল চৌধুরী, দয়াল চৌধুরী, সমরেন্দ্র চৌধুরী, চম্পক চৌধূরী, লাভু চৌধুরী, সাভু চৌধুরী, বাপ্পু চৌধুরী, মাইকেল চৌধুরী, দীপংকর চৌধুরী, সোহাগ চৌধুরী ও বজ চৌধুরী। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এহসানুল হক বলেন, ‘দেবরাজ নামের এক বখাটে আগুন লাগিয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে।’

পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় জনতা দেবরাজ নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়