Cvoice24.com

রাঙ্গুনিয়ায় পাহাড়ে উপজেলা প্রশাসনের অভিযান, স্কেভেটর জব্দ

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৪, ১৮ জানুয়ারি ২০২৫
রাঙ্গুনিয়ায় পাহাড়ে উপজেলা প্রশাসনের অভিযান, স্কেভেটর জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ডেমির ছড়া এলাকার পাহাড়ি টিলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি কাটায় একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা যায়নি। 

শনিবার (১৮ জানুয়ারি) অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। 

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বেতাগীতে পাহাড় টিলা থেকে মাটি কাটা হচ্ছে গোপনে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে রাঙ্গুনিয়া থানার এক দল পুলিশ সহযোগিতা করেন।