Cvoice24.com

সন্দ্বীপ উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মাঈন উদ্দিন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ১৫ এপ্রিল ২০২৩
সন্দ্বীপ উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মাঈন উদ্দিন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দীন।

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মোহাম্মদ মাঈন উদ্দীনকে দলীয়ভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: