Cvoice24.com

সন্দ্বীপের নতুন চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ২৫ মে ২০২৩
সন্দ্বীপের নতুন চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন

সন্দ্বীপ উপজেলায় পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকে ২৭ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাঈন উদ্দিন মিশন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সন্দ্বীপ পৌরসভার প্রশাসক রফিকুল আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট। 

এছাড়াও জাসদ নেতা আবুল কাশেম মাহমুদ মশাল প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৪ হাজার ৬৯৩টি এবং ৪০৯টি ভোট বাতিল করা হয়েছে। 

প্রসঙ্গত, ১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত। উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারীসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার রয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: