সন্দ্বীপে নৌকার ৫ কর্মীকে রিমান্ডে চায় পুলিশ
সিভয়েস প্রতিবেদক
সন্দ্বীপে স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরীর প্রচারণায় হামলার ঘটনায় পাঁচ জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
গত রবিবার রাত ৯ টার দিকে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিনের প্রচারণায় এ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুলমিয়াসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
সন্দ্বীপ থানার ওসি বলেন, ‘মাকসুদুর রহমান ফুলমিয়া বাদি হয়ে ২৯ জনকে আসামি করে মামলা করেছেন। আমরা ৯ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাইন উদ্দিন বলেন, ‘৯ জন আসামির মধ্যে ৫জনের রিমান্ডের এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’