সন্দ্বীপে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দ্বীপ উপজেলাটির তরুণদের সংগঠন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম। রবিবার (১৬ জুন) সকাল ১০টায় সন্দ্বীপের আবুল কাসেম হায়দার মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মাহফুজুর রহহমান মিতা এমপি।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান ইমনের সভাপতিত্বে ও সিভিয়েস২৪-এর রিপোর্টার মাহমুদ হাসান মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল কাসেম হায়দার কলেজের অধ্যক্ষ মো. হানিফ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, লেখক ও প্রাবন্ধিক কবি কাজী শামসুল আহ্সান খোকন, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের উপদেষ্টা দানবীর মাঈন উদ্দীন ভূঁইয়া, স্বর্ণদ্বীপ হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু রায়হান তানিন, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন ও শিক্ষা সম্পাদক ওসমান গণি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিতা বলেন, ‘মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের সাক্ষর রেখেছ, তার সাথে যদি নৈতিকতার কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।’
সংগঠনের চেয়ারম্যান আব্দুর রহমান ইমন বলেন, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের চমৎকার অনুষ্ঠানের মূল কৃতিত্ব ফেয়ার পলি লি.। দেশের এই ব্যবসায় প্রতিষ্ঠান আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেছে। তিনি অনুষ্ঠান সফল করার জন্যে সকল অতিথি ও সংবর্ধিত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সম্মননা স্মারক ও সনদ পত্র তুলে দেন অতিথিবৃন্দ।