বাড়বকুণ্ডের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মিয়াজী গ্রেপ্তার
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের কাট্টলির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজির বিরুদ্ধে সরকার পতনের পর দুটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ‘চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীকে চট্টগ্রাম নগরের কাট্টলির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে চট্টগ্রামে আদালতে পাঠানো হয়।’
এদিকে শুক্রবার সীতাকুণ্ড থানায় সাবেক এমপি এসএম আল মামুনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে। বাড়বকুণ্ডের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন মামুন বাদি হয়ে এ মামলাটি করেন। এতে অজ্ঞাত আসামি রয়েছে ১৫০ জন। গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহকেও এ মামলায় আসামি করা হয়েছে।