Cvoice24.com


প্রাণ ও সিটি গ্রুপের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

প্রকাশিত: ১৪:৫৪, ২৪ জুন ২০১৯
প্রাণ ও সিটি গ্রুপের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

নিরাপদ খাদ্য অধিদফতরের করা মামলায় প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী এবং সিটি গ্রুপের চেয়ারমান এমডি ফজলুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২৪ জুন) ঢাকা সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইটের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে, নিরাপদ খাদ্য অধিদফতর প্রাণ ও তীরের পণ্যের বিরুদ্ধে মামলা করে।

জানা যায়, সোমবার প্রাণ-এর চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রাণ-এর গুঁড়ো হলুদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য অধিদফতরের মামলায় আত্মসমর্পণ করেন। এ সময় তিনি আদালতের কাছে জামিনের আবেদন করেন।

মামলার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। অপরদিকে একইদিন নিরাপদ খাদ্য অধিদফতরের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ও তীর সরিষার তেলের এমডি ফজলুর রহমানের বিরুদ্ধে জারি করা সমনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করা ছিল, তিনিও এদিন আদালতে আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিনের আবেদন করেন। আদালত তার বয়স বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন।

সিভয়েস/এএস
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়