মামার সঙ্গে অভিমান করে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ২৭ এপ্রিল ২০২৪
মামার সঙ্গে অভিমান করে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় পিপলু দে নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার বটতলি মোটরস্টেশনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পিপলু চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর এলাকার জগদীশ দে'র ছেলে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার হিসেবে লোহাগাড়ায় কর্মরত ছিলেন। 

নিহতের স্বজনরা বলছেন, কিছুদিন ধরে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন পিপলু দে। জুয়ার কারণে একসময়ে ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি।  এসব বিষয়ে মামার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। ঘটনার আগের দিনও মামা বকাঝকা করেন। এর জের ধরে রাতের কোন এক সময় আত্মহত্যা করেন বলেও ধারণা তাঁদের

মামা নিখিল দে বলেন, ভাগিনা পিপুল দে কিছুদিন ধরে অনলাইন জুয় খেলায় আসক্ত হয়ে পড়েন। বিষয়টি জানার পর নিষেধ করি বেশ কয়েকবার। শুক্রবার রাতেও জুয়া খেলা বন্ধ করতে বকাঝকা দিয়েছি। শনিবার সকালে  অনেকবার কল দিলে রিসিভ না করায় বাসায় গিয়ে দেখি রুম বন্ধ। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিই। দরজা ভেঙ্গে রুমে ঢুকে দেখি ঝুলন্ত অবস্থায়। 

নিহতের বাবা জগদীশ দে বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হওয়ায় তার মামা বকাঝকা করছিল বিষয়টি আমাদের জানিয়েছিল। গতকাল বকা দিয়েছিল বলে শুনেছি। আজ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়