Cvoice24.com

 ইপিজেডে ইবি ছাত্রীর আত্মহত্যা 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ১৩ জানুয়ারি ২০২২
 ইপিজেডে ইবি ছাত্রীর আত্মহত্যা 

প্রতীকি ছবি

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাকিয়া চৌধুরী (২০) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ইপিজেড থানা এলাকার নেভি গেট কলোনি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
আত্মহননকারী ছাত্রী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার এটি এম জোবায়ের চৌধুরীর মেয়ে বলে জানা গেছে। 

পুলিশ জানায়, ইপিজেডের নেভি গেট এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে, এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত ৩টায় ওই এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সিভয়েসকে বলেন, ‘ভোর রাতে নেভি গেট এলাকা থেকে আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়