জীবনের প্রথম বলীখেলা দেখতে ভারত থেকে চট্টগ্রামে

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২৫ এপ্রিল ২০২৪
জীবনের প্রথম বলীখেলা দেখতে ভারত থেকে চট্টগ্রামে

ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা দেখতে এসেছেন চন্দন দাশ। তিনি এবারই প্রথম বলীখেলা দেখলেন।

বলীখেলা কেমন হয় তা নিয়ে উদ্দীপনার শেষ নেই চন্দন দাশের। চারদিকে ঘুরে ঘুরে দেখছেন বলীদের প্রস্তুতি। নিজের মুঠোফোনে ধারণ করে নিচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার চিত্র।

বৃহস্পতিবার সকাল থেকেই বলীখেলার মাঠ আর আশপাশের মেলায় ঘুরেছেন চন্দন। এধরনের সর্বজনীন লোকজ উৎসব এর আগে কখনও দেখেননি বলে জানান তিনি।

চন্দন দাশ বলেন, বলীখেলা দেখার উদ্দেশ্য নিয়ে চট্টগ্রামে এসেছি। প্রথমবারের মতো বলীখেলা ও বৈশাখী মেলা দেখে বেশ ভালো লাগছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়