চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ২টার মধ্যে, মানতে হবে ১১ নির্দেশনা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১৩ এপ্রিল ২০২২
চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ২টার মধ্যে, মানতে হবে ১১ নির্দেশনা

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান ঢাকার মত চট্টগ্রামেও দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপ)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাসহ মোট ১১টি নির্দেশনা মেনেই বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনের কথা বলা হয়েছে। 

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

নির্দেশনাসমূহ হলো— সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করতে হবে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বাহির পথ ব্যবহার করতে হবে। বিরক্তির উদ্রেক ও শব্দ দূষণকারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো হতে বিরত থাকতে হবে। বাজি-পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকতে হবে। 

এতে আরও বলা হয়, উৎসবমুখরতা যাতে জনউপদ্রবে পরিণত না হয় সেক্ষেত্রে দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। বড় ব্যাগ, পোটলা ব্যাকপ্যাক বহন করা যাবে না। অনুষ্ঠান উদযাপনে আগত নারী, শিশু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি সৌজন্যমূলক আচরণ করতে হবে। সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে অবহিত করতে হবে। যে কোনও ধরনের মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা। উৎসব প্রাঙ্গণে কোনও খাবারের দোকান স্থাপন করা যাবে না। উৎসবমুখর শান্তিপূর্ণ ও নারী শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকল্পে সব ধরনের নাগরিক সহযোগিতা প্রদান করতে হবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়