ষোলশহরে হেলে পড়লো চারতলা ভবন 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ জানুয়ারি ২০২৩
ষোলশহরে হেলে পড়লো চারতলা ভবন 

ষোলশহরে হেলে পড়া ভবন

চট্টগ্রাম নগরের ষোলশহরে একটি চারতলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে ষোলশহর রেল স্টেশনের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ভবনে বিভিন্ন তলায় ৬টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার বিষয়টি খেয়াল করে। পরে মালিককে বিষয়টা জানানো হলে তিনি ভবনে অবস্থানরত সবাইকে নিচে নামিয়ে আনেন। 

বিষয়টি নিশ্চিত করে খোরশেদ আলম বাপ্পি বলেন, কিছুদিন আগে ৪ তলা ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু ভবনের নিচে কিছু অংশ ফাঁকা থেকে যায়, যে কারণে ৪টা পিলার ভেঙে গেলে ভবনটি নালার দিকে হেলে পড়ে।  

বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা এমডি সজীব বলেন, সংবাদ পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনা স্থলে গেছে। ভবনের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

সিভয়েস/ ডিসি

সর্বশেষ

পাঠকপ্রিয়