৬ তলার অনুমোদন নিয়ে ১১ তলা, ভবন মালিক কারাগারে

প্রকাশিত: ১২:৩৯, ১৭ নভেম্বর ২০২০
৬ তলার অনুমোদন নিয়ে ১১ তলা, ভবন মালিক কারাগারে

ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় মো. সাইফুদ্দিন নামে এক ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।

এর আগে সাইফুদ্দিন নামের ওই ব্যক্তি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাইফুদ্দিন নামের ওই ব্যক্তি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তার দুই সহযোগীকেও এ ঘটনায় কারাগারে পাঠিয়েছিল আদালত। পরবর্তীতে তারা জামিনে বেরিয়ে আসেন।

সিডিএ জানায়, নগরীর আগ্রাবাদের শেখ মুজিব রোড়ে এস বি ট্রেড সেন্টার নামের একটি ৬ তলা ভবন নির্মাণ করতে সাইফুদ্দিনসহ ৪ জন অনুমোদন নেন। কিন্তু তারা ৬ তলার অনুমোদন নিয়ে ১১ তলা ভবন নির্মাণ করেন। বিষয়টি নজরে আসলে সিডিএর পক্ষ থেকে একটি মামলা করা হয়।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়