Cvoice24.com

রাতারাতি পতেঙ্গা সৈকতে দোকান বানালো ‘নারী শক্তি’

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ২৭ মার্চ ২০২৪
রাতারাতি পতেঙ্গা সৈকতে দোকান বানালো ‘নারী শক্তি’

নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে রাতের আঁধারে ‘নারী শক্তি’ নামে একটি সংগঠনের মদদে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সৈকতে ব্যবসা করা প্রকৃত দোকান মালিকদের যেন জেলা প্রশাসনের পুনর্বাসন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। 

বুধবার (২৭ মার্চ) বেলা ১২ টার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকতে দোকান মালিক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে সংগঠন সভাপতি মো. ওয়াহিদুল আলম মাস্টার বলেন, ‘পতেঙ্গা সমুদ্রসৈকতে অসহায় চলমান দোকানিদের সামনে নারী শক্তির নাম ব্যবহার করে শাহনাজ, জাহিদা ও মাহবুবা সন্ত্রাসী-চাঁদাবাজ মাসুদ করিমকে নিয়ে জবর দখল করে হুমকি ধমকি দিয়ে তাণ্ডব চালিয়ে যে দোকান তৈরি করেছেন তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের তালিকায় পতেঙ্গা সমুদ্রসৈকতে কার্ডধারী প্রকৃত দোকান মালিকদের নাম দোকান মালিক সমবায় সমিতির মাধ্যমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি। নুর মোহাম্মদ ও তার ছেলে মাসুদ করিমের চাঁদাবাজি ও নিরীহ দোকানিদের জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য অবিলম্বে কথিত সমিতির কার্যক্রম নিষিদ্ধ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্তমান সৈকতের সৌন্দর্যহানির জন্য তারাই দায়ী।’

সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান, মোহাম্মদ হোসেন, মো. ইলিয়াস, মো. এনামুল হক এনাম, মো. ইখতিয়ার, সাজ্জাদ হোসেন, মো. সোলেমান, ফয়সাল, অপু প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়