ছয় নারীকে উষার আলোর ঈদ উপহার

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ৯ এপ্রিল ২০২৪
ছয় নারীকে উষার আলোর ঈদ উপহার

চট্টগ্রামের সন্দ্বীপে ঈদ উপলক্ষ্যে ছয় নারীকে সেলাই মেশিন দিয়েছে ঊষার আলো যুব তরুণ সংঘ। এ ছাড়াও অসুস্থ ও কন্যদায়গ্রস্ত ৮ জনের মাঝে তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ সহায়তা। পাশাপাশি ঈদ সামগ্রী পেয়েছেন আরও ১০ টি পরিবার।

সোমবার সন্দ্বীপ সাতঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। পরে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. আবুল বশরের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যাপক মো. আনোয়ার কবির মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা মো.এরশাদ উল্লাহ, হাতিম মিয়াজী জামে মসজিদের খতিব মুফতি  মো. নুরুল ইসলাম, মাষ্টার মামুনুর রশীদ, মহিদুল আজম সোহাগ,  মিনহাজ খাঁন,  গাজী আরিফ,  ডা:কার্তিক নাথ এবং রবিউল হাসান। 

২০২২ সালে সন্দ্বীপের স্থানীয় শতাধিক তরুণ মিলে গড়ে তুলে ঊষার আলো যুব সংঘ। এর বেশিরভাগ সদস্যই প্রবাসী। নিজেদের আয় থেকে তহবিল গড়ে গত ২ বছর যাবত নিয়মিতভাবে বিভিন্ন জনকে শিক্ষা সহায়তা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে সংগঠনটি।

মো.ওমর ফারুক শাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মো. আনোয়ার কবির মাহমুদ যুবকদের উদ্দেশ্য মানবিক কল্যাণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিভিন্ন দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বরোপ করেন৷

সর্বশেষ

পাঠকপ্রিয়