রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল শতাধিক

প্রকাশিত: ১৯:৫৯, ১৩ জুন ২০২০
রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল শতাধিক

ছবি: সিভয়েস

রাঙ্গামাটি জেলায় নতুন করে পুলিশ সদস্য সহ আরও ১৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে।

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইটি) থেকে আসা ৫৭টি নমুনা রিপোর্টের মধ্যে ১৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল।

নতুন শনাক্তের সকলে জেলা শহরের বলেও জানান এ চিকিৎসক।

প্রসঙ্গত, ৬ মে রাঙ্গামাটিতে প্রথমধাপে চারজনের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ক্রমান্বয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এরমধ্যে শনিবার জেলার লংগদুতে নতুন সুস্থ দুই জন সহ বর্তমানে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।এছাড়া করোনায় মৃতের সংখ্যা ২ জন।

রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়