সীতাকুণ্ডে বিস্ফোরণ/
কাস্টমসকে দুষছে বিস্ফোরক পরিদপ্তর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ৫ জুন ২০২২
কাস্টমসকে দুষছে বিস্ফোরক পরিদপ্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষকে দুষছে পরিবেশ পরিদপ্তর। কনটেইনার ডিপোতে বিপদজনক পণ্য বা রাসায়নিক পণ্য রাখার কোন সুযোগই নেই জানিয়ে এর জন্য কাস্টমসকেই দুষছে সংস্থাটি।

চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন সিভয়েসকে বলেন, ‘কন্টেইনার ডিপোতে বিপদজনক পণ্য বা রাসায়নিক রাখার কোনো অপশনই নেই। এর বাইরে রাখতে হয় তবে সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রক্রিয়া অনুসরণ করা আগে। এসবের কিছুই কাস্টমস কর্তৃপক্ষ করেনি ৷ তাহলে ধরে নেওয়া হবে এখানে অন্য কোনো বিপদজনক পণ্য আনা হয়েছে যা কাস্টমস রেজিস্ট্রারই করে নাই। এমনকি এই বিষয়টাতেও আমাদের জানানো হয়নি।'

একই প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম সিভয়েসকে বলেন, 'এই রাসায়নিক দ্রব্যের আমাদের অনুমতি কিংবা এ ব্যাপারে কিছুই জানায়নি ডিপো কর্তৃপক্ষ। আমরা জানিনাও সেখানে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল।'

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়