Cvoice24.com

ভবনের গ্যাস লাইন ব্যবহার হচ্ছিল খাবার হোটেলে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ভবনের গ্যাস লাইন ব্যবহার হচ্ছিল খাবার হোটেলে

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির একটি ভবনের আবাসিক লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছিল খাবার হোটেলে। অভিযানে গিয়ে সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে গ্যাস লাইনের রাইজার বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান পরিচালনা করেন কর্ণফুলী গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) মো. শামসুল করিম।

কেজিডিসিএল’র কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চৈতন্য গলির একটি ভবনের আবাসিক লাইন থেকে বিভিন্ন খাওয়ার হোটেলে বাণিজ্যিকভাবে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছিল। পরে সেই সংযোগের রাইজার খুলে নিয়ে আসা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরের উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনিতে অভিযান চালায় চারটি গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়