বাংলা একাডেমির বই মেলা উদ্বোধন

প্রকাশিত: ১১:৩১, ২২ এপ্রিল ২০১৮
বাংলা একাডেমির বই মেলা উদ্বোধন

বাংলা একডেমির একক বই মেলার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: সিভয়েস

নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলা একডেমির একক বই মেলার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন হয়েছে। রোববার (২২ এপ্রিল) বই মেলার উদ্বোধন করেন বেগম মুশতারী শফী।  

এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপাক ড. অনুপম সেন , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন বাংলা একাপেডমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। এতে উপস্থিত ছিলেন  অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য শিরীন আক্তার সাংবাদিক আবুল মোমেন,  শিক্ষাবিদ আনোয়ারা আলম প্রমুখ। 

মেলায় বিভিন্ন বইয়ের মধ্যে থাকছে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা, বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধানসহ অন্যান্য অভিধান, গবেষণামূলক চিরায়ত সাহিত্য, ইতিহাস, চট্টগ্রামের মনীষা-সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস বিষয়ক নানা গ্রন্থসহ প্রায় ৬ শতাধিক শিরোনামে ২০ হাজার বই পাওয়া যাবে। 

সন্ধ্যায় পরিবেশিত হবে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিয়াল আবু ইউসুফ ও কবিয়াল আবদুল মান্নানের পরিবেশনায় কবিগান। 

-সিভয়েস/এএস

9

সর্বশেষ

পাঠকপ্রিয়