‘নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার প্রার্থীকে ঠেকানো যাবে না’

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ৯ ডিসেম্বর ২০২৩
‘নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার প্রার্থীকে ঠেকানো যাবে না’

সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ। নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করারও আহ্বান জানান।

শনিবার (৯ ডিসেম্বর  ) বিকেলে গোমদণ্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান আল মাহমুদ বলেন , সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। আগামী নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহ-সভাপতি এস এম আবুল কালাম,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান,  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন সেলিম, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, নুরুল হুদা, আব্দুর রউফ, শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব, এম এ ঈছা, সাইদুর রহমান খোকা, নুরুল আবছার, শামীম আরা বেগম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আবুল মোকাররম, শফিউল আজম সেফু, শফিউল আলম, এস এম জাকারিয়া, শেখ শহিদুল আলম, সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, জমির উদ্দিন, ওয়াসিম মুরাদ, মোশারফ হোসেন,  ইকবাল হোসেন তালুকদার, প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের  ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়