লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু
লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে রাইসা (৮) ও সুমাইয়া আক্তার (৯) নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা দুজনেই উপজেলার বড়হাতিয়া মাইজপাড়া নুরানী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টায় লোহাগাড়ার বড়হাতিয়া সেনেরহাট মাইজপাড়া নতুন পুকুর পাড়ে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক।
নিহত রাইসা বড়হাতিয়া সেনেরহাট মাইজপাড়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং সুমাইয়া মাওলানা মনির উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাইসা ও সুমাইয়া প্রতিদিনের মতো খেলছিল। খেলার কোনো এক সময় দু’জনই পুকুরে পড়ে যায়। পরে তাদেরকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।