নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ১১ মে ২০২৩
নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী

চট্টগ্রামের লোহাগাড়ায় নাশকতা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী (৩৫)। তিনি উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য এবং জামায়াত নেতা। 

বুধবার (১০ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ এবং বৃহস্পতিবার (১১ মে) সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার জসিম উদ্দিন হেলালী উপজেলার চরম্বা কাজির পাড়া এলাকার সামশুল ইসলামের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, জসিম উদ্দিন হেলালী একজন জামায়াত নেতা।তিনি ১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৬/১০৯/১১৪ দণ্ডবিধিসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন ৩ ধারার এজাহারনামীয় ৬ নম্বর আসামি। মামলার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ কুমার দত্ত সঙ্গীয় ফোর্স তাকে প্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় ডজনখানেক নাশকতার মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়