গাছের ডালে ঝুলছিল রোহিঙ্গা যুবকের মরদেহ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২ নভেম্বর ২০২৩
গাছের ডালে ঝুলছিল রোহিঙ্গা যুবকের মরদেহ

প্রতীকী ছবি।

চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের ডাল থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় মো. জাবেদ (২৩) নামে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চরম্বা বায়ার পাড়া সংলগ্ন হাঙ্গর খাল নুরার দোকান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জাবেদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকার সোলতান আহমদের ছেলে।

চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য শওকত ওসমান বলেন, গত দুই মাস আগে নিহত রোহিঙ্গা যুবক জাবেদের সাথে উপজেলার চরম্বা এলাকার ছিদ্দিক আহমদের মেয়ের বিয়ে হয়। রোহিঙ্গা যুবক ঘর জামাই হিসেবে থাকতেন। ছিদ্দিক আহমদের বসত বাড়ির সামনে গাছের ডালে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় জাবেদের ঝুলন্ত দেহ দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক বলেন, গাছের ডালে গলায় লুঙ্গি প্যাচানো রোহিঙ্গা যুবক জাবেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

সর্বশেষ

পাঠকপ্রিয়