Cvoice24.com

মনোনয়ন ঘোষণার দিনে কাফন গায়ে রাস্তায় নামল যুবদল

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ২৬ নভেম্বর ২০২৩
মনোনয়ন ঘোষণার দিনে কাফন গায়ে রাস্তায় নামল যুবদল

চট্টগ্রাম ১৫ আসনে নদভী নাকি মোতালেব— টানটান উত্তেজনা সাতকানিয়া-লোহাগাড়াজুড়ে। উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করেছেন দুই নেতার অনুসারিরা। এমন পরিস্থিতিতেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি নিয়ে কাফন পড়ে রাস্তায় নেমেছে লোহাগাড়া উপজেলা যুবদল।

রবিবার (২৬ নভেম্বর) লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন মিছিলটির নেতৃত্ব দেন।

লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন বলেন, মরতেই যেহেতু হবে, সেই মরণ যেন স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য কাফনের কাপড় পড়ে ফ্যাসিবাদ ও অবৈধ এই সরকারের জুলুম-নির্যাতন, দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষায় লোহাগাড়া থেকেই সর্বপ্রথম কাফনের কাপড় পড়ে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করছি। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: