বঙ্গবন্ধু টানেল মহিউদ্দীন চৌধুরীর স্বপ্ন ছিল: প্রধানমন্ত্রী
কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র মহিউদ্দীন চৌধুরীর স্বপ্ন ছিল। তিনি বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে বন্দরনগরীর পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন পরবর্তী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, মহিউদ্দীন চৌধুরী বলতেন কর্ণফুলী নদীর উপর ঘন ঘন ব্রিজ নির্মাণ করলে নদীর ক্ষতি হতে পারে। পলি জমে নদী ধ্বংস হয়ে যেতে পারে। টানেল নির্মাণের জন্য তিনি আন্দোলনও করেছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই, তিনি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।
বিভিন্ন আন্দোলন, সংগ্রামে ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১০ সালে কর্ণফুলীর তলদেশ দিয়ে কর্ণফুলী টানেল নির্মাণের ঘোষণা দিয়েছিলাম। আজ তা বাস্তবায়ন হতে যাচ্ছে। এসময় তিনি টানেল নির্মাণে সহযোগিতা করার জন্য চীন সরকারকেও ধন্যবাদ জানান।
-সিভয়েস/ওআই/আরএইচ/এমএম
সিভয়েস প্রতিবেদক