রাউজানে ভেজাল ঘি কারখানায় অভিযান, কারিগর আটক

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ১৮ এপ্রিল ২০২১
রাউজানে ভেজাল ঘি কারখানায় অভিযান, কারিগর আটক

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে ভেজাল ঘি।

রাউজানে কারখানায় অভিযান চালিয়ে মো. আক্কাস (৫৫) নামে এক কারিগর আটক হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বেশকিছু ভেজাল ঘি ও ঘি তৈরির সরঞ্জাম।

রবিবার (১৮ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা এ অভিযান চালান। 

আটক আক্কাস শরীয়তপুর জেলার নড়িয়া থানার প্রয়াত খলিল ডালি'র ছেলে।

রাউজান উপজেলা সহকারী কমিশনা (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম জব্দ করে আগুনে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে একজনকে আটক করা হয়েছে। তার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়