চন্দনাইশে ১০০ কেজি ইলিশ ও জেলিযুক্ত গলদা জব্দ, জরিমানা ১০ হাজার

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ৪ অক্টোবর ২০২১
চন্দনাইশে ১০০ কেজি ইলিশ ও জেলিযুক্ত গলদা জব্দ, জরিমানা ১০ হাজার

চন্দনাইশে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কেজি জাটকা ইলিশ ও ৫০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৪ অক্টোবর) সকালে দোহাজারী বাজার ও চন্দনাইশ পৌরসভার কাঁচাবাজারে চালানো এ অভিযান চালানো হয়। বিক্রির জন্য জাটকা ও জেলিযুক্ত গলদা চিংড়ি সংরক্ষণ করায় দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার করে ১০  হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন। 

দণ্ডিতরা হলেন— চন্দনাইশ পৌরসভার বশির (৪০), হারলা এলাকার সজল দাস (৪৫)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ আহরণ,পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়,বিক্রয়,বিনিময় সম্পূর্ণ নিষেধ। এরপরও বাজারে প্রায় ৫০ কেজির মতো জাটকা ইলিশ বিক্রি হচ্ছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে  জরিমানা করা হয়েছে। 

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরে ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা প্রমুখ । 
 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়