Cvoice24.com

কর্ণফুলীতে প্লাস্টিক কারাখানায় আগুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২২ জানুয়ারি ২০২২
কর্ণফুলীতে প্লাস্টিক কারাখানায় আগুন

আগুন। -প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চড় পাথর ঘাটায় শাহীন এন্টার প্রাইজ নামে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আজ শনিবার বিকেলে কর্ণফুলী থানার চর পাথর ঘাটার ১ নম্বর ওয়ার্ডে শাহ সুমিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা সিভয়েসকে বলেন, ‘চড় পাথর ঘাটার ১ নম্বর ওয়ার্ডের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’

-সিভেয়েস/একে

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়