পুলিশের কব্জি কেটে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার সেই আসামির স্ত্রী

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ১৬ মে ২০২২
পুলিশের কব্জি কেটে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার সেই আসামির স্ত্রী

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের কব্জি কেটে নেওয়ার ঘটনায় পলাতক আসামি কবির আহমদের স্ত্রী রানু বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৬ মে) রাতে বান্দরবানের লামা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতেই এ ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় পলাতক আসামি কবির আহমদ, তার স্ত্রী ও মাকে আসামি করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় রোববার রাতে আসামির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এরআগে গতকাল রোববার সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে পদুয়া ৯ নম্বর ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

সর্বশেষ

পাঠকপ্রিয়