ডোবায় ভাসছিলো চা বাগান শ্রমিকের নিথর দেহ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ২ জুলাই ২০২৩
ডোবায় ভাসছিলো চা বাগান শ্রমিকের নিথর দেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবা থেকে মুজিব সাওতাঁল নামে এক চা বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

মারা যাওয়া মুজিব সাওতাঁল মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাম সাওতাঁলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে চা বাগান এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মুজিব। শনিবার বিকেলের দিকে ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নির। তবে ধারণা করা হচ্ছে, ডোবায় নামতে গিয়ে হয়তো পানিতে পড়ে যাওয়ার পর তিনি উঠতে পারেনি।

এদিকে জানা গেছে, ২০-২৫ দিন আগে সিলেট থেকে এই চা বাগানে কাজ করার জন্য রাঙ্গুনিয়ায় আসে মুজিব। তবে গত তিনদিন ধরে তিনি নিখোঁজ থাকলেও চা বাগান কর্তৃপক্ষ তার কোন খোঁজ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চা বাগান শ্রমিকরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়