Cvoice24.com

রাঙ্গুনিয়ায় ভোররাতে বাসে আগুন-ভাঙচুর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ২ নভেম্বর ২০২৩
রাঙ্গুনিয়ায় ভোররাতে বাসে আগুন-ভাঙচুর

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বাসে আগুন ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় একটি বাসে আগুন দেয় ও দুটি বাস ভাঙচুর করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনার লিচু বাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের একটি বাসে (চট্টমেট্রো ব-১১-১৭৬৬) আগুন দেয়। খবর পেয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই নামের আরও দুটি বাসও (চট্টমেট্রো ব-১১-১৮১২ ও চট্টমেট্টো- ১১-১৯৪৩) ভাঙচুর করা হয়। তবে বাসে কেউ ছিলেন না।

ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি পুলিশ। তবে এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

এর আগে, গত মঙ্গলবার ভোরে একই ইউনিয়নের আধুরপাড়া এলাকায় পাথরবোঝাই দুটি ট্রাকে আগুন ও পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: