সড়কে সাংবাদিকের করুণ মৃত্যু
লোহাগাড়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই গাড়ি চাপা দিয়ে মারল সাংবাদিককে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ নির্মম দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম ইমরান হোসেন। তার বয়স আনুমানিক ৩০।
তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ও উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা বলেছেন, রাতে মরিয়মনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলেন ইমরান। ফেরার পথে রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই গাড়িটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। মাথায় হেলমেট থাকলেও গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারে তার এক ছেলে ও দুই বোন রয়েছে। এ মৃত্যুতে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।