Cvoice24.com

মধ্যরাতে পুড়ে ছাই রাঙ্গুনিয়ার ৬ বাড়ি-দোকান

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৬, ৩০ মার্চ ২০২৪
মধ্যরাতে পুড়ে ছাই রাঙ্গুনিয়ার ৬ বাড়ি-দোকান

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলি ইউনিয়নে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন—স্থানীয় বাসিন্দা মোমিন উদ্দিন, দিদারুল আলম, মো. জসিম উদ্দিন এবং মো. ইউসুফ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মোমিন উদ্দিনের একটি সেমিপাকা দোকান, দিদারুল আলমের দুইটি বসতঘর, জসিম উদ্দিনের একটি সেমিপাকা দোকান এবং মো. ইউসুফের একটি সেমিপাকা দোকান এবং বসতঘর পুড়ে গেছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন সিভয়েস২৪-কে বলেন, ‘রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে আমরা আগুন লাগার সংবাদ পাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।’

‘আগুনে ৩টি বসতঘর এবং ৩টি দোকান ভস্মিত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা।’ বলেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: