রাউজানে আগুনে নিঃস্ব হলো ১২ পরিবার

রাউজান প্রতিনিধি 

প্রকাশিত: ১১:১২, ২১ আগস্ট ২০২২
রাউজানে আগুনে নিঃস্ব হলো ১২ পরিবার

চট্টগ্রামের রাউজানে ৯ ঘণ্টার ব্যবধানে আগুনে পুড়েছে ১২ বসতঘর। রবিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এবং আগের দিন শনিবার সন্ধ্যায় একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত হলেন— ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, এন্টাসন তালুকদার, গণেশ তালুকদার, নান্টু তালুকদার এবং ৩ নম্বর ওয়ার্ডের বিশু দাশ ও রুবেল দাশ।  

স্থানীয় জানায়, রবিবার ভোরে পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির তপন তালুকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি বসতঘর ভস্মীভূত হয়। আগুনে প্রায় অর্ধ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা। 

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোমবাতি থেকে আগুন লেগে বিশু দাশ ও রুবেল দাশের ২টি বসতঘর ভস্মীভূত হয়।

দুটি দুর্ঘটনার আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন। ওই স্টেশনের ফায়ার ফাইটার মহিন উদ্দিন সিভয়েসকে বলেন, আজ রবিবার ভোর ৪টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন আমাদের সদস্যরা। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে শনিবার সন্ধ্যায়ও ২টি বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রবিউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাস্থল দুটি আমাদের স্টেশন থেকে দূরে হওয়ায় পাশ্ববর্তী রাঙ্গুনিয়া ফায়ার সর্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়