রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ফসল

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ২ ডিসেম্বর ২০২৩
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ফসল

রাউজানে ক্ষেত থেকে তুলে স্তূপ করে রাখা কৃষকের এক একর জমির ফসল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ফসল পুড়ে গেছে ওই কৃষকের। 

শনিবার ভোরে উপজেলার বিনাজুরী ইউনিয়নের রাউজান নোয়াপাড়া সেকশন সড়ক-২ এর সাদেকের পুল নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল কাদের নিরু বলেন, আমি গত ৭/৮ বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে কৃষি কাজ করছি। চলতি আমন মৌসুমে কৃষি ব্যাংকের ঋণ ও নিজের সঞ্চয়ের টাকা মিলিয়ে প্রায় ৩ একর জমিতে আমন ধানের চাষ করেছিলাম। ভালো ফলন হয়েছে।
দৈনিক চুক্তিভিত্তিক দিনমজুর দিয়ে একসপ্তাহ ধরে ধান কেটে মাড়াইয়ের জন্য রেখেছিলাম। ভোরে আমার পরিচিত সিএনজি চালিত অটোরিকশাচালক গ্যাস নেওয়ার জন্য যাওয়ার পথে দেখতে পেয়ে খবর দিলে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে  ধানগুলো দাউ দাউ করে জ্বলতে দেখেছি। যখন ধানগুলো দাও দাও করে জ্বলছিল তখন মনে হচ্ছিল আমার কলিজা জ্বলছে।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘ ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়