সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৬, আহত ২৪ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ৪ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৬, আহত ২৪ 

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এরমধ্যে আহত ২৪ জন এবং নিহত ৬ জন। নিহতদের মধ্যে পরিচয় মিলেছে ৫ জনের। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। আহত ২৪ জনের মধ্যে ২০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন এবং ৪ জন সীতাকুণ্ডের বিএসবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সিভয়েসকে এসব তথ্য জানান।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজন হলেন— মো. শামসুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লখরেট (৪৫), আব্দুল কাদের (৫০) এবং সালাউদ্দিন। বাকি একজনের নাম জানা যায়নি।

এছাড়া আহত ২৪ জনের মধ্যে পরিচয় মিলেছে ১৮ জনের। তারা হলেন— মো. ফোরকান (৩৩), মো. নুর হোসেন (৩০), আ. মোতালেব (৫২), মো. আরাফাত (২২), মাকসুদুল আলম (৬০), মো. ওসমান (৪৫), মো. সোলায়মান (৪০), মো. রিপন (৪০), মো. আজাদ (২২), রিপন (৬০), নারায়ন ধর (৬৪), মো. জসিম (৫০), ফেন্সী (২৬), মো. জাহেদ (৩০), মুবিবুল হক (৪৫), রোজি বেগম (২০) এবং মাহিন শাহরিয়ার (২৬)।

এদিকে, বিস্ফোরণের কারণ জানতে জেলা প্রশাসনের সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

অন্যদিকে, বিস্ফোরণে আহতদের তাৎক্ষণিকভাবে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হয়েছে এবং নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তী নিহতের পরিবারকে আরও ২ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

আহতদের শারীরিক অবস্থার বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান সিভয়েসকে  বলেন, 'হাসপাতালে চিকিৎসাধীন ২০ জনের মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনজন অর্থোপেডিক্স ওয়ার্ডে। তাদের অপারেশন চলছে। এরমধ্যে একজনের অবস্থা খারাপ তারও আইসিইউ লাগতে পারে। আরও তিনজন চোখে আঘাত পেয়েছে। এরমধ্যে একজনের বেশি খারাপ অবস্থা। বাকিরাও ছোটো খাটো আঘাত পেয়েছে। তাদের চিকিৎসা চলছে।'

এরআগে বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়। আজকের মতো উদ্ধার অভিযান শেষ করলেও আগামীকাল উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়