কমনওয়েলথ প্রতিনিধি দল ঘুরে গেল সীতাকুণ্ডে

শেখ সাইফুল ইসলাম, সীতাকুণ্ড

প্রকাশিত: ১০:০১, ৭ জানুয়ারি ২০২৪
কমনওয়েলথ প্রতিনিধি দল ঘুরে গেল সীতাকুণ্ডে

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে কমনওয়েলথ প্রতিনিধি দল।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামে কমনওয়েলথের দুইজন প্রতিনিধি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্র এবং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটি পরিদর্শন করেন। 

এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম তাদের কেন্দ্র দুটি ঘুরিয়ে ভোটদান পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা করেন। 

সকাল সাড়ে ৭টার দিকে পর্যবেক্ষক দলের সদস্যরা ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রবেশ করেন এবং এক ঘণ্টার অধিক সময় কেন্দ্রটির প্রায় সব কক্ষ ঘুরে দেখেন। পরবর্তীতে এই কেন্দ্রটি পরিদর্শন শেষে তারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রও প্রায় ঘণ্টা ব্যাপী পরিদর্শন করেন।

পরিদর্শন পরবর্তীতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুটি কেন্দ্র পরিদর্শন করে ভোটদান পদ্ধতি এবং ভোটারদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করেন পর্যবেক্ষক দলের সদস্যরা। এ সময় সম্পূর্ণ ভোটদান পদ্ধতি এবং ভোটারদের সাথে কথা বলে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়